ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ

ঢাকা: আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ‘জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প’র আওতাভুক্ত প্রতিষ্ঠান প্রধানদের অবহিতকরণ কর্মশালা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

শিক্ষামন্ত্রী বলেন, কিশোর-কিশোরী শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও আবেগিক বৃদ্ধির বয়ঃসন্ধিকালীন সময়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া এ প্রকল্পের ফলে নাজুক বয়সে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে পারবে। ফলে শিক্ষার্থীরা সফলতার সঙ্গে শিক্ষাজীবন পার করতে পারবে।

তিনি আরো বলেন, ডাচ সরকারের ১৮ কোটি টাকা অর্থায়নে প্লান বাংলাদেশ ও জাতিসংঘ সংস্থা ইউএনএফপিএ’র সহায়তায় জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প ২০১৪ সাল থেকে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা সমাধান প্রকল্পে কাজ করে যাচ্ছে।

ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনার ৩০০টি স্কুল ও ৫০টি মাদ্রাসায় কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।
 
কর্মশালা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, জাতিসংঘ সংস্থা ইউএনএফপিএ’র বাংলাদেশের প্রতিনিধি আর্জেন্টিনা মাতাবে পিচ্চিন ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্টিন ভান ও জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলম সুমন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা,জুন ২৬,২০১৬
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।