ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে রুয়েট জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল আলম বেগের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য গণমাধ্যম ও রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd প্রকাশ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ, অ্যাপলাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মাজেদুর রহমান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইআইসিএস) এর পরিচালক প্রফেসর ড. শহীদ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।