ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিনেট সভা বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিনেট সভা বিকেলে

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট সভা শনিবার (০২ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হবে।  

 

শনিবার (০২ জুলাই) দুপুরে বাংলানিউজকে বিষটি জানান, সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী।

জানা যায়, সিনেট সভায় চলিত অর্থবছরের বাজেট পেশসহ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭ বছর হলেও এখন পর্যন্ত সিনেট সভা হয়নি।

অনেক আগেই সিনেট সভা হওয়ার প্রয়োজন ছিল। তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হতো। এই সভায় সে দ্বার খুলে যাবে বলে তিনি মনে করেন ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।