ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি’তে প্রথম সিনেট সভা বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
বেরোবি’তে প্রথম সিনেট সভা বিকেলে

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সিনেট সভা শনিবার (০২ জুলাই) বিকেলে ৪টায় প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হবে।

সিনেট চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বাংলানিউজকে এ তথ্য জানান।

সিনেট সভায় চলিত অর্থবছরের বাজেট পেশসহ বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সমাধান ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বেরোবি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর হলেও এখন পর্যন্ত কোনো সিনেট সভা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অনেক আগেই এই সভা হওয়ার প্রয়োজন ছিলো।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।