ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুলেছে রুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
ঈদের ছুটি শেষে খুলেছে রুয়েট

রাজশাহী: ঈদুল ফিতরের ছুটি শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১১ জুলাই) বিকেলে বাংলানিউজকে জানান রুয়েটের জনসংযোগ কর্মকর্তা জিএম মুর্তজা ।

তিনি বলেন, সোমবার থেকেই শুরু হয়েছে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কর্যক্রম। সব বিভাগের ক্লাস-পরীক্ষাও নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হয়েছে।

রুয়েটের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ দুপুরে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে।

এ সময় তিনি সবাইকে নতুন উদ্যোমে রুয়েটের অগ্রগতি ও কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা,  জুলাই ১১, ২০১৬
এসএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।