ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ক্লাস শুরু সোমবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জাবির ক্লাস শুরু সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শবে-কদর এবং ঈদ-উল- ফিতরের ছুটি শেষে ১৮ জুলাই (সোমবার) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে।

শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৮ জুলাই সোমবার থেকে সব বিভাগের ক্লাস শুরু হবে। এরই মধ্যে ১৩ জুলাই বুধবার থেকে অফিসের সব ধরনের কার্যক্রম চলবে।

প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে এরই মধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
 
এর আগে, ৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত সব বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ৩ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সব আবাসিক হল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এএটি/আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।