ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাঙলা কলেজে জঙ্গিবিরোধী শান্তি সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বাঙলা কলেজে জঙ্গিবিরোধী শান্তি সমাবেশ

ঢাকা: রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র জড়িত থাকার প্রেক্ষাপটে জঙ্গি-সন্ত্রাসবিরোধী কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করেছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ জুলাই) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ইমাম হোসেন, উপাধ্যক্ষ হাসমৎ আরা আল জলিলা এবং বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকা এবং জঙ্গিবাদ মোকাবেলায় ভূমিকা পালনের আহ্বান জানান অধ্যক্ষ।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ বেকারি এবং ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদ ও জঙ্গি বিরোধী সচেতনা সৃষ্টির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।