ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির জিয়া হলে নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
ইবির জিয়া হলে নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া দায়িত্বগ্রহণ করেছেন।

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় হলের অফিস কক্ষে এক আনুষ্ঠানের মাধ্যমে ওই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হলের আবাসিক শিক্ষক ড. রশিদুজ্জামান।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মোমতাজুল ইসলামকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া নতুন প্রভোস্ট ড. আব্দুস শাহীদ মিয়াকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইকবাল হোছাইন, ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আলীনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মাখলুকুর রহমান, ড. ধনঞ্জয় কুমার প্রমুখ।

এক বছরের জন্য জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া ড. আব্দুস শাহীদ মিয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।