ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জঙ্গিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষকরা আজীবনই কাজ করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
জঙ্গিবাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষকরা আজীবনই কাজ করেছে

ময়মনসিংহ: জঙ্গিবাদের বিরুদ্ধে সারা জীবনই দেশের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন বলে মত দিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী।

সোমবার (০১ আগস্ট) সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান নিয়ে ময়মনসিংহ নগরীর মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদ্রাসার প্রিন্সিপাল ড. ইদ্রিস খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।