ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে জঙ্গি সন্দেহে আরেক শিক্ষার্থী আটক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
শাবিতে জঙ্গি সন্দেহে আরেক শিক্ষার্থী আটক

(শাবিপ্রবি) সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদে জড়িত সন্দেহে আরেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের চতুর্থ বর্ষের (২০১১-১২ সেশন) ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম ইফফাত আহমেদ নাহিদ।

নাহিদের বাড়ি সিলেটে এবং সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আখতার হোসেন জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইপিই বিভাগের শিক্ষার্থী নাহিদকে জালালাবাদ থানা পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল কমিটির কেউ এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী প্রক্টর জানান, তাকে কেন, কী কারণে আটক করা হয়েছে তা আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে, আইপিই বিভাগের আরেক শিক্ষার্থী আব্দুল আজিজকে গত ১৮ জুলাই (সোমবার) আটক করে নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তাকে আনসারউল্লাহ বাংলা টিমের শাবি শাখা সমন্বয়ক বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।