ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের বিভিন্ন কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি করাসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।

শুক্রবার (০৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কাজী মো. ফারুক ও সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামানসহ সংগঠনের সদস্য ও শিক্ষকরা তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেন।

যেখানে সেখানে অনার্স ও মাস্টার্স কোর্স চালু না করে, জনসংখ্যা ও অন্যান্য দিক বিবেচনা করে জেলা এবং উপজেলা পর্যায়ে এ কোর্স চালুর আহ্বান জানানো হয়। অনার্স-মাস্টার্স কোর্স নীতিমালার আওতায় আনার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রচলতি জনবল কাঠামো পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করা, জাতীয় বিশ্বদ্যালয়ের রুলস ও রেগুলেশন অনুযায়ী অনার্স-মাস্টার্স কোর্সে অর্ন্তভুক্ত করে নতুন জনবল কাঠামোর তৈরি, দ্রুত অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্ত করা, উচ্চশিক্ষা মন্ত্রণালয় গঠন, যোগদানের দিন থেকেই অবসর ভাতা গ্রাচুইটি দেওয়ার বিধি প্রচলন করা, বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজে অতিরিক্ত একজন করণিক, একজন হিসাবরক্ষক এবং প্রতি বিভাগের জন্য একজন করে চর্তুথ শ্রেণির কর্মচারী নিয়োগ করা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এমএফআই/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।