ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানেই জঙ্গিবাদের কার্যক্রম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
‘অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানেই জঙ্গিবাদের কার্যক্রম’ ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানেই জঙ্গিবাদের কার্যক্রম পরিচালিত হয় বলে উল্লেখ করে বলে অনুমোদনহীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (০৬ আগস্ট) রাজধানীর নায়েম অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতর আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যেই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। শিক্ষক-অভিভাবকদের আমরা অনুরোধ জানিয়েছি, সন্তানদের প্রতি নজর রাখুন। সন্দেহভাজন কিছু হলে কর্তৃপক্ষকে জানান। আমাদের সন্তানদেরকে আমাদেরই রক্ষা করতে হবে’।    

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
ইউএম/এএসআর

**
উচ্চ মাধ্যমিকে ৭ লাখ আসন শূন্য: শিক্ষামন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।