ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হলেন তনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় উত্তীর্ণ হলেন তনু

কুমিল্লা: স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী নিহত সোহাগী জাহান তনু।

সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তনু অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে একটিতে বি+, একটিতে বি, তিনটিতে বি- এবং একটি বিষয়ে সি+ গ্রেড পেয়েছে। মৃত্যুর আগে তনু ভিক্টোরিয়া সরকারি কলেজে ইতিহাস বিভাগে স্নাতক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে তার রেজিস্ট্রেশন নং-১৪২১৫১২৭৩৩৫।

তনু প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হলেও আনন্দ নেই তনুর পরিবারে। তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘তনুর এই ফলাফল দিয়ে কি হবে? তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর প্রায় সাড়ে চার মাস অতিবাহিত হলেও এখনো আমার মেয়ের হত্যার বিচার পেলাম না। কোনো আসামি আটক হল না, অশুভ শক্তির অদৃশ্য ইশারায় বিচার প্রক্রিয়াও থেমে আছে। আমরা কি আমার মেয়ের হত্যার বিচার পামো না?’

চলতি বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।