ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বশেমুরবিপ্রবিতে শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাচ ধারন।

৮ আগস্ট  শোক ৠালি, ১১ আগস্ট ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ১৫ আগস্ট কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং ওই দিনই বাদ আসর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, ১৭ আগস্ট আলোচনা সভা।

এছাড়া, ৩১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধী সৌধে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ শিক্ষক শিক্ষার্থী অংশ নিবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।