ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ফটোগ্রাফিক সোসাইটির চারদিনব্যাপী প্রদর্শনী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
জাবি ফটোগ্রাফিক সোসাইটির চারদিনব্যাপী প্রদর্শনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ‘স্টেপ আউট’ নামে চারদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ছবি প্রদর্শনীর আয়োজন করেছে।

বুধবার (৯ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফারদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য জেইউপিএস এবার অনেক বড় পরিসরে এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে আমাদের আন্তঃসম্পর্ক বাড়বে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য আগামী ২৯ আগস্ট রাত ১২টার মধ্যে ছবি জমা দিতে হবে। জমা ছবিগুলো যাচাই করা হবে ৩১ আগস্ট।

এতে প্রোট্রেট, ন্যাচার, ল্যান্ডস্কেপ ও ওয়াল্ডলাইফ, লাইফস্টাইল, স্ট্রিট, আর্কিটেকচারাল, বিমূর্ত ক্যাটাগরিতের একক ছবির প্রদর্শনী হবে।

বিচারক হিসেবে থাকবেন কুদরত-ই-খোদা, শাহাদাত পারভেজ, লতিফ হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।