ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকার পিসফুল ও পিস কলেজের পাঠদান বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ঢাকার পিসফুল ও পিস কলেজের পাঠদান বাতিল

ঢাকা: রাজধানীর দু’টি পিস কলেজের পাঠাদানের অনুমতি বাতিল করে প্রতিষ্ঠান দু’টি বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
 
গুলশানের ভাটারায় ‘ঢাকা পিস কলেজ’ এবং খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর ‘পিসফুল কলেজ’ এর পাঠদানের বাতিল করে প্রতিষ্ঠান দু’টির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে ঢাকা বোর্ড।


 
গত ২ আগস্ট দেশের অনুমোদনহীন সব পিস স্কুল বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
 
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, পিস স্কুলের পাশাপাশি দেশের সব পিস কলেজ বন্ধে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
ঢাকায় একটি পিস স্কুল এবং দু’টি পিস কলেজে পাঠদানে বোর্ডের অনুমোদন ছিল বলেও জানান বোর্ড চেয়ারম্যান।
 
এর আগে লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুলের সাময়িক নিবন্ধন বাতিল করে ঢাকা শিক্ষা বোর্ড।
 
বাংলাদেশে ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধের পর পিস স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।  
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।