ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে এবার নিজস্ব প্রযুক্তিতে ভর্তি পরীক্ষা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জবিতে এবার নিজস্ব প্রযুক্তিতে ভর্তি পরীক্ষা

জবি: ব্যয় সংকোচন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়াতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব প্রযুক্তিতে অনুষ্ঠিত হবে।
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বাংলানিউজকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিমা ভূঁইয়া।


 
ট্রেজারার বলেন, আমরা প্রতিবছর ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কারিগরি খরচ হিসেবে টেলিটককে ৭০ লাখ টাকা প্রদান করি। জবি উপাচার্য এ ব্যয় সংকোচনের কথা ভেবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিজস্ব প্রযুক্তিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
এর ফলে চলতি বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ব্যয় হবে মাত্র ৭ ল‍াখ টাকা। এ ব্যয় মূলত ধরা হয়েছে নিজস্ব সার্ভার ক্রয়ের জন্য। প্রথম বছর বলে এবার খরচ বেশি হলেও আগামী বছর থেকে ব্যয় আরো কমে আসবে। যেহেতু এবার আমরা এ প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু করবো তাই যেকোনো সমস্যা হলে তা নিরসনের জন্য একটু আগে ভাগেই ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করবো।
 
বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের ব্যয় সংকোচন, অভ্যন্তরীণ আয় বাড়ানো ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান দ্রুত বৃদ্ধির জন্য নতুন শিক্ষাবর্ষে কিছু বিভাগে আসন সংখ্যা ১০০ থেকে কমিয়ে ৮০ জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সরকারি আদেশ ও চাকরি বাজারে চাহিদা আছে এমন নতুন তিনটি বিভাগ খোলার সিদ্ধান্তও নেওয়া হয় একাডেমিক কাউন্সিলে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।