ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ছাত্রলীগের দুই নেতাকর্মী সাময়িক বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জাবি ছাত্রলীগের দুই নেতাকর্মী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের দুই নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১২ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক উপ-সম্পাদক খান মো. রইছ ও ছাত্রলীগ কর্মী মো. রাসেলের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা প্রমাণ হওয়ায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার ও একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ২০৯ ও ২১০ নম্বর রুমের জানালার পাশে ফুলের টবে গাঁজার গাছ লাগানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট, ১২, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।