ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিতে পর্দা উঠলো আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
গণবিতে পর্দা উঠলো আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতার

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): প্রতিবারের মতো এবারও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০১৬’ শুরু হয়েছে।

শনিবার (১৩ই আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি মো. রফিকুল আলম, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভীন বানুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ খেলার উপযোগী এবং দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিভাগের মেয়েদের ১২ টি ও ছেলেদের ১৪টি দলের ফুটবল খেলোয়াড় মার্চপাস্টে অংশ নেন। এ সময় তারা অতিথিদের সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতায় অংশ নেন।

উদ্বোধনী দিন ছাত্রীদের একটি ও ছাত্রদের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম খেলায় রাজনীতি ও প্রশাসন বিভাগ ১-০ গোলে ফিজিওথেরাপি বিভাগকে পরাজিত করে।

বিকেলে ছাত্রদের খেলায় রাজনীতি ও প্রশাসন বিভাগ ট্রাইব্রেকারে ফলিত গণিত বিভাগকে এবং ফার্মেসী বিভাগ ১-০ গোলে ফিজিওথেরাপি বিভাগকে পরাজিত করে।
 
উল্ল্যখ্য, সব কয়টি খেলায়ই দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।