ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
পবিপ্রবিতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ চালু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে আলোচনা সভায় আইটি স্থাপনা কমিটির সভাপতি ড. এস এম তাওহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, সহযোগী অধ্যাপক জামাল হোসেন ও মো. মনিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।