ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকা: ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা গ্রহণেরর জন্য সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।


 
সংশ্লিষ্ট তারিখে সকাল ও বিকেলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (১৬ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে।
 
পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
 
তবে পদ সংশ্লিষ্ট গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থ, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেক্ট্রনিক্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহের ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।  
 
গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের ক্ষেত্রে কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।  
 
পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষার গেটে নিষিদ্ধ সামগ্রীর বিষয়ে তল্লাশি ও প্রবেশপত্র চেক করে প্রার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থীতা বাতিল ও আইনানুগ ব্যবস্থাসহ পিএসসির পরীক্ষার জন্য নিষিদ্ধ করা হবে।  
 
পরীক্ষার সূচি ও নিয়মাবলী সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।  
 
১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি, এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।
 
এরআগে গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।  
 
বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিয়ে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬ 
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।