ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউএস বাংলা মেডিকেল কলেজের শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ইউএস বাংলা মেডিকেল কলেজের শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত

ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইউএস বাংলা মেডিকেল কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা এবং ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। পাশাপাশি ইউএস বাংলা হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) বিজয় কুমার সরকার, উপধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম, হাসপাতাল পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।