ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের মধ্যে ইবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বন্যার্তদের মধ্যে ইবি শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: নীলফামারীর ডিমলা উপজেলায় তিনশ বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টায় ডিমলা থানার ৩টি পয়েন্টে এসব ত্রাণ বিরতণ করা হয়।

ইবির বৃহত্তর রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মিফফাদ রহমান রিয়নের তত্ত্বাবধানে ইবির রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা বন্যার্তদের সাহায্যার্থে প্রায় এক লাখ টাকা মূল্যের ত্রাণের ব্যবস্থা করেন।

এরআগে মঙ্গলবার ইবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল নীলফামারীর উদ্দেশে ক্যাম্পাস ত্যাগ করেন। ওই দলের অন্য সদস্যরা হলেন আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক আরমিন খাতুন, ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক আশিকুর রহমান, গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সংসদের সভাপতি রাশেদুন নবী রাশেদ, ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য জুলফিকার, মিলন ও সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।