ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৬৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৬৪ শতাংশ

দিনাজপুর: দিনাজপুর বোর্ডে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.৬৪ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে।

 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে রংপুর বিভাগের ৮ জেলার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্টা) দুপুর দুইটার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান এ ফলাফল প্রকাশ করেন।

তিনি জানান, পরীক্ষার ফলাফলে পাসের হার ৭০.৬৪ শতাংশ।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৪৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৩ হাজার ৯৬ জন। এর মধ্যে  পাস করে ৭২ হাজার ৮২৯ জন।

মোট জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৯৯ জন।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১ হাজার ৫৬৫ জন ও ছাত্রের সংখ্যা ২ হাজার ৩৩৪ জন।
এ বোর্ডের অধীনে ৮টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এর মধ্যে নীলফামারী সদরের নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ ও জলঢাকা উপজেলার বগলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

এবার এ বোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছেলেরা এগিয়ে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।