ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশে জিপিএ-৫ এ শীর্ষে জেদ্দা কেন্দ্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
বিদেশে জিপিএ-৫ এ শীর্ষে জেদ্দা কেন্দ্র

ঢাকা: বিদেশের সাতটি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন। এর মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা কেন্দ্রে ৩২ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানে রয়েছে।

বিদেশের এ শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ৭৮ জন, পাসের হার ৯৭.৪৪ শতাংশ।
 
তবে সাত কেন্দ্রে মোট পাস করেছেন ২৩২ জন। পাসের হার ৯৩.৫৫ শতাংশ। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৩ জনের মধ্যে ২২ জন পাস করেছেন। কিন্তু কোনো শিক্ষার্থী জিপিএ-৫ ‍অর্জন করেননি।
 
অন্যদিকে শতভাগ পাস করেছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে। ১৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন। বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ ত্রিপলী শিক্ষা প্রতিষ্ঠানে ২ জন শিক্ষার্থীই পাস করেছেন।
 
জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ। ৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
 
অন্যদিকে বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, দোহা শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬ জন। ৪৩ জন শিক্ষার্থী পাস করেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিদেশের সাতটি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৩২ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন শিক্ষার্থী।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।