ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে গণপিটুনি দিয়ে শিবির নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পবিপ্রবিতে গণপিটুনি দিয়ে শিবির নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিবির নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত শিবির নেতার নাম মো. রেদোয়ান খান। সে ছাত্র শিবিরের পবিপ্রবি শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পরীক্ষা দিতে রেদোয়ান ক্যাম্পাসে এলে বিশ্ববিদ্যালয়ের লাল কমল লেকের পাড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে গণপিটুনি দিয়ে দুমকি থানা পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন বাংলানিউজকে বলেন, ‘রেদোয়ান ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করতে প্রবেশ করছিল। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দেয়। ’

পবিপ্রবি’র প্রক্টর প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিব। ’

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বাংলানিউজকে জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা রেদোয়ান নামে এক শিবির নেতাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরবি/                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।