ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধুনটে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ধুনটে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ, মাল্টিমিডিয়া সরঞ্জাম ও অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন- সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে মাল্টিমিডিয়া সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবহান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও আব্দুল কদ্দুস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।