ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সারা বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
সারা বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের নিপীড়িত মানুষের নেতা।

 

শনিবার (২০ আগস্ট)  সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘স্মরণে, শপথে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।



ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অালোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,  উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। জঙ্গি হামলা চালানো হচ্ছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা সন্ত্রাসী, জঙ্গি তাদের পরিবার তাদের দেখতে আসে না, স্বীকৃতি দেয় না। আর বিএনপি বলে, তাদের হত্যা না করে জীবিত ধরার দরকার ছিল। বিএনপির কিছু নেতা বলেছেন, তাদের সবাই সন্ত্রাসী না।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে প্রতিটি সেক্টর নিয়ে কাজ করেছেন বঙ্গবন্ধু। শিক্ষাকে রাষ্ট্রের ভিত হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। তিনি কুদরত-ই খোদা শিক্ষা কমিশন গঠন করেন।

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ধারণ করে সোনার বাংলা গঠনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন ও কর্ম পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধু আত্মত্যাগের মাধ্যমে বাঙালি জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন। বাঙালি জাতি বঙ্গবন্ধুকে নিজেদের স্বার্থের রক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বিশ্ব দরবারে বাংলাদেশর ভাবমূর্তি তুলে ধরেছেন।

এ কে আজাদ বলেন, বঙ্গবন্ধু কোনো দলের হতে পারেন না। বঙ্গবন্ধু ষোল কোটি মানুষের সম্পদ। তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। বঙ্গবন্ধুর নামে যেসব সংগঠন ও প্রকাশনা রয়েছে তা মনিটরিং এর জন্য আইন প্রণয়নের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশানের সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, রকীব উদ্দীন আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।