ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে মেধাস্বত্ত্ব অধিকার বিষয়ক কর্মশালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বাকৃবিতে মেধাস্বত্ত্ব অধিকার বিষয়ক কর্মশালা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: কৃষি সংশ্লিষ্ট নানা প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ ও  মেধাস্বত্ত্ব সংরক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।

একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মনোরঞ্জন দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শমসের আলী, বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুছ প্রমুখ।

কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ফসলের জাত, মাছের জাত ও গবাদি পশুর টিকা  উদ্ভাবন করছেন বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা। কিন্তু মেধাস্বত্ত্ব সংরক্ষণ না করায় উদ্ভাবনকারীরা এসবের স্বত্ত্বাধিকার দাবি করতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।