ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাহালু ডিগ্রি কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
কাহালু ডিগ্রি কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ এবং একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ তায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।


 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ থেকে জঙ্গিবাদকে চিরতরে উৎখাত করা হবে। জঙ্গিবাদের ঠাঁই এদেশে হবে না। যারা জঙ্গিবাদে লিপ্ত তাদের করুণ পরিনতি হয়েছে। আগামীতেও হবে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) এ এম জহিরুল হায়াত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ।

উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য কাহালু পৌরসভার প্যানেল মেয়র মোফাজ্জল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান, কলেজের সহকারী অধ্যাপক পিএম বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান, কলেজের প্রভাষক মহররম আলী, প্রভাষক আব্দুল মুমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমবিএইচ/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।