ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্যুতের দাবিতে আগুন-ভাঙচুর, পাবিপ্রবি বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
বিদ্যুতের দাবিতে আগুন-ভাঙচুর, পাবিপ্রবি বন্ধ ঘোষণা

পাবনা: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রদের সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (২৭ আগস্ট) সকালে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন।

এছাড়া বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন ধরে ক্যাম্পাসে প্রায় সময়ই লোডশেডিং হচ্ছে। এতে রাত ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে শিক্ষার্থীরা রাত দেড়টার দিকে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে গিয়ে বিভিন্ন ভবনের জানালা ও গাড়ির কাঁচ ভাঙচুর করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পাবিপ্রবির প্রক্টর আউয়াল কবির জয় ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন, আমরা কয়েকবার পাবনা পল্লী বিদুৎ সমিতির সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের আশ্বাসও দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা কেন ভাঙচুর করেছে তা বোধগম্য নয়।

ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬  
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।