ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাহবাগে জবির আন্দোলনকারীদের একাংশের ব্রিফিং বিকেলে

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
শাহবাগে জবির আন্দোলনকারীদের একাংশের ব্রিফিং বিকেলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হলের দাবিতে চলমান আন্দোলনে বিভাজন নিয়ে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষার্থীদের একাংশ।

রোববার (২৮ আগস্ট) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

পূর্ব ঘোষিত ধর্মঘট পালন নিয়ে রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করা হয়েছে। হামলায় ১০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন বাংলানিউজকে বলেন, আজকে আন্দোলনকারীদের ওপর হামলায় উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে এবং আগামীকালের কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের জানাতে বিকেল ৪টায় শাহবাগে ব্রিফিং করা হবে।

বিভাজনের অংশ হিসেবে রোববার ধর্মঘটের শুরুতেই রাজন, অনিমেষ রায়, ফারহান তামিজ নামে তিন শিক্ষার্থীকে পেটানো হয়। এদের মধ্যে ফারহানকে পেটানো হয়েছে শিবির আখ্যা দিয়ে।

ঘোষণা অনুযায়ী ধর্মঘট পালনে সকাল থেকেই ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনের নিচে জমায়েত হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন বিভাগের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা।

শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে শাঁখারী বাজার এলাকায় অবস্থান নিতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলকারীদের বাধা দেন এবং ছাত্রলীগের অধীনে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সকল কর্মসূচি পালনের নির্দেশ দেন।

শিক্ষার্থীদের একাংশের দাবি, নির্দেশনা না মেনে তারা নিজেদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললে ক্যাম্পাসের প্রধান ফটকে তাদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়েও হামলা চালানো হয়। এরপর নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে নিয়ে নির্যাতন করা হয় আন্দোলনরত শিক্ষার্থী রাজনকে। এছাড়া শিবির আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে পিটিয়ে রক্তাক্ত করা হয় শিক্ষার্থী ফারহানকে।

অন্যদিকে জবি ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার জন্য একাত্তরের ঘাতক রাজাকারের দোষররা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বিতর্কিত করতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আমরা তাদের প্রতিহত করেছি।

তিনি আরও বলেন, আমাদের একটাই দাবি। আমরা হল চাই, যতক্ষণ পর্যন্ত এ দাবি আদায় না হবে, আন্দালন চলবে। হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জবি শিক্ষার্থীদের আন্দোলনের চাপে ২৭ এর ৪ ধারা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহীম খান বাংলানিউজকে জানান, পুলিশ কাউকে আটক করেছে বলে আমার জানা নেই।

এসময় শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের হলের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থাকবে না তা তো হতে পারে না। কিন্তু এ আন্দোলন একটি সুশৃঙ্খল পদ্ধতিতে এবং শান্তিপূর্ণ হতে হবে। জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি দেওয়া যাবে না। শিক্ষার্থীদের তাঁতিবাজার এবং পল্টন মোড় অবরোধের দিন সাধারণ জনগণের দুর্ভোগের সীমা ছিল না। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অসংখ্য অভিযোগ আসে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো যেন তারা ক্যাম্পাসের ভেতরে থেকেই শান্তিপূর্ণ আন্দোলন করেন।  

শিক্ষার্থীদের একাংশের দাবি, কয়েক দিনের আন্দোলনে জবি ছাত্রলীগকে তেমন ফ্লোর না দেওয়ায় কয়েকজনের ওপর চড়াও হয়েছেন তারা।

জবি ছাত্র মৈত্রীর সভাপতি মানোয়ার হোসেন আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে এভাবে হামলার ঘটনা ন্যাক্কারজনক।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এইচএ/

** জবিতে বিভক্ত আন্দোলন, হামলার পাল্টাপাল্টি অভিযোগ
** জবির হল আন্দোলনে বিভাজন
** ফের ধর্মঘটে জগন্নাথ শিক্ষার্থীরা
**কেন্দ্রীয় শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সমাবেশ
** জবি শিক্ষার্থীদের সমাবেশ বিকেল ৩টায়
**জগন্নাথ শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত
**প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আলোচনায় বসবে না জবি শিক্ষার্থীরা
** প্রথম দিনের ধর্মঘট ‌সফল দাবি জবি শিক্ষার্থীদের, চলবে বুধবারও
** পুলিশ-জবি শিক্ষার্থী ধস্তাধস্তি, রায়সাহেব বাজার মোড় অবরোধ
** ছাত্র ধর্মঘটে অচল জবি, ভিসি ভবনে তালা
** জগন্নাথে মঙ্গল ও বুধবার ধর্মঘট
** জবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক​
** জবি শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির পুরান ঢাকা​
** জবি শিক্ষার্থীদের অবরোধে অচল পুরান ঢাকা, আন্দোলনে ছাত্রলীগও
** জবি শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ​
** জবি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষক সমিতি ও নীল দলের সমর্থন
** প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে জবি শিক্ষার্থীদের পদযাত্রা সোমবার
** হলের দাবিতে ধর্মঘটে অচল জবি‍
** রোববার পর্যন্ত আলটিমেটাম জবি শিক্ষার্থীদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।