ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত বাতিল দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত বাতিল দাবি ছবি: সুমন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রেডিং পদ্ধতির সিলেবাস অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনার্স ও মাস্টার্স লিখিত পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পূর্ণপত্রের পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা ও অর্ধপত্রের সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে আড়াই ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।



সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
এতে সোহরাওয়ার্দী কলেজের পলিটিক্যাল সায়েন্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী ইমন হাসান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সময় পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষ অনড়।

এই শিক্ষার্থী অরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজারো সমস্যায় জর্জরিত। এমনিতেই চার ঘণ্টায় অনেক শিক্ষার্থী সম্পূর্ণভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না। সেখানে সাড়ে তিন ঘণ্টায় কীভাবে সম্ভব।

মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা কলেজ ও ইডেন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।