ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষক হামলার বর্ষপূর্তিতে প্রতীকী অনশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
শাবিপ্রবিতে শিক্ষক হামলার বর্ষপূর্তিতে প্রতীকী অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বর্ষপূর্তিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে উপাচার্য ভবনের সামনে দু’ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়।

২০১৫ সালের ৩০ আগস্ট শাবিপ্রবিতে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষকদের উপর ছাত্রলীগ হামলার চালায়।

এ ঘটনায় অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. ইউনুছসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। পরে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকজন ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করে।

এ বিষয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এ বিশ্ববিদ্যালয়ের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, ব্যর্থতা সব আমি দেখেছি। একবছর আগে ঠিক এখানে (ক্যাম্পাসে) যে ঘটনা ঘটেছে তা আমি জীবনে দেখিনি, জীবনে আর কখনও দেখবো না এবং বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা আর ঘটবে না।

প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন, আগাছা উপড়ে ফেলতে হবে। কিন্তু উপাচার্য তার জায়গায় ও ছাত্রলীগ তাদের জায়গায় রয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।