ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২টি নতুন বিভাগ খুলছে রুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
২টি নতুন বিভাগ খুলছে রুয়েট

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দু’টি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চলতি ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকেই বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে এ দু'টি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ এ তথ্য জানান।
 
তিনি জানান, দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিভাগ দু’টি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। দুই বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি আরও জানান, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে নতুন এই বিভাগ দু'টিও অন্তর্ভুক্ত করা হবে। এই দু’টি নতুন বিভাগ নিয়ে রুয়েটে বিভাগের সংখ্যা মোট ১৪টি  দাঁড়ালো বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।