ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আলফাডাঙ্গা সরকারি কলেজের ৬৪ শিক্ষার্থীর স্বেচ্ছায় রক্তদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আলফাডাঙ্গা সরকারি কলেজের ৬৪ শিক্ষার্থীর স্বেচ্ছায় রক্তদান

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সন্ধানী ডোনার ক্লাব।

বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুরের আয়োজনে এই রক্তদান কর্মসূচিতে ৬৪ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেন।

কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।

এই সময় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মো. মোশাররফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, সন্ধানী ডোনার ক্লাব ফরিদপুরের সহ-সাধারণ সম্পাদক মো. আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক মো. রোকন মাহমুদ, অর্থ সম্পাদক কাজী ইমরুল হোসাইন, প্রচার সম্পাদক সম্রাট মুন্সী, স্বেচ্ছায় রক্তদান ও মরোন্তর চক্ষুদান সম্পাদক ফখরুন নাহার পলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।