ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনার নর্দান ইউনিভার্সিটির উদ্যোগে বাগেরহাটে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
খুলনার নর্দান ইউনিভার্সিটির উদ্যোগে বাগেরহাটে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজির উদ্যোগে বাগেরহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজির  ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সরকারি পি সি কলেজের প্রিন্সিপাল প্রফেসর এএইচ এমএ ছালেক। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ঝরণা হালদার।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার (ইনচার্জ) অধ্যাপক মো. ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনার ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক মো. ইমদাদুল হক, খান জাহান আলী ডিগ্রি কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুর রহমান, ফবিরহাটের ফজিলাতুনেচ্ছা মুজিব মহিলা কলেজের অধ্যাপক আমিত রায় চৌধুরী, বাগেরহাট কারিগরী কলেজ অধ্যক্ষ অব্দুল আলিম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চ শিক্ষার প্রসারে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে এ বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেমিনারে বক্তারা বলেন, এ অঞ্চলের শিক্ষা উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি সুনামের সঙ্গে কাজ করে যাবে।

সেমিনারে বাগেরহাটের বিভিন্ন কলেজের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এবং প্রবন্ধ উপস্থপনা করেন সহকারী অধ্যাপক এসএম মনিরুল ইসলাম।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোললিজ খুলনার অ্যাডভাইজার ডিপার্টমেন্ট বিজনেস এডমিনিস্ট্রেশন শরিফ মোহাম্মাদ খান, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তোফাজ্জেল হোসেন খান ও মাহমুদ হাসান, প্রিন্সিপাল অ্যাডমিন অফিসার হুমায়ুন কবির ও মাহমুদুল হাসান।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমআরএম/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।