ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে রামপাল নিয়ে ছাত্র ফ্রন্টের উন্মুক্ত বিতর্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ঢাবিতে রামপাল নিয়ে ছাত্র ফ্রন্টের উন্মুক্ত বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সুন্দরবনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রামপালের পক্ষে-বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল ‘রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন ধ্বংস করবে’।

এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দীন খান, সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সামিনা লুৎফা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মিসেস মোসাহিদা সুলতানা। শিক্ষার্থী তানহা তাসনিম, ফাহাদ হাসান ও রাকিন আফসান।

সমাপনী বক্তব্যে ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইভা মজুমদার বলেন, আমরা মনে করি না এটি বিতর্কের বিষয়। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে রামপালের পক্ষে যুক্তি দিয়েছেন। কিন্তু যারা এর বিরোধিতা করছেন তাদের যুক্তিও শোনা দরকার ছিল। পক্ষে-বিপক্ষের লোকদের নিয়ে এমন বিতর্কের আয়োজন করা ছিল রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় তিনি রামপাল প্রকল্প থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।