ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বগুড়া: বগুড়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ গ্যালারিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা. এস.এম. মিল্লাত হোসেন, কলেজের গভর্নিং বডির সদস্য ডা. মোস্তফা আলম, ডা. আব্দুল খালেক, ডা. হাসান আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. আয়ুব হোসেন, ডা. ইয়াছিন আলী, ডা. আবুল হোসেন, ডা. প্রমিত কুমার মন্ডল, ডা. সহিদুর রহমান, ডা. হুমায়ন কবির, ডা. মঞ্জুরুল ইসলাম লিটন, ডা. আবুল মনসুর, ডা. আব্দুল মতিন, ডা. আতিকুর রহমান সুমন, ডা. শাহ গাজী, ডা. শফিকুল ইসলাম, ডা. আব্দুল আলিম, ডা. শাহাবুদ্দিন আহমেদ, ডা. মানছুরা খাতুন, ডা. শাহাদত হোসেন, ডা. কোহিনুর বেগম, ডা. ফাহমিদা আক্তার, ডা.মল্লিকা রানী সরকার প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের প্রভাষক ডা. ইয়াছিন আলীকে বিদায় সংবর্ধনা প্রদানের পাশাপাশি নবনিযুক্ত ৫ জন প্রভাষককে বরণ ও শিক্ষার্থীদের মধ্যে ‘ডা. হাসান আলী সোহাগ’ শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধনা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।