ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে খুলেছে শাবিপ্রবি, প্রবেশে কড়াকড়ি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
ছুটি শেষে খুলেছে শাবিপ্রবি, প্রবেশে কড়াকড়ি

শাবিপ্রবি: ঈদ-উল আজহার ছুটি শেষে শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক এবং সব অফিসিয়াল কার্যক্রম। একইসঙ্গে কর্মচঞ্চল হয়ে উঠেছে ক্যাম্পাস।

 

তবে বৈধ কাগজপত্র না থাকায় এবং নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত শিক্ষার্থীদের হলে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে প্রশাসন।

ঈদ-উল আজহা উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর (রোববার) থেকে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত শাবিপ্রবি ছুটি ঘোষণা করে প্রশাসন।

কিন্তু ছুটির ঠিক আগে ছাত্রলীগের তিন গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ^বিদ্যালয় আবাসিক হলগুলো খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। এ ঘটনায় ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীকে শোকজ ও চারজনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করে প্রশাসন।

এদিকে হলে প্রবেশে কড়াকড়ি প্রসঙ্গে বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অবৈধভাবে বসবাসরতদের হলে প্রবেশের ক্ষেত্রে ফের ভর্তির নোটিশ দেওয়া হয়েছে। যারা ভর্তি হবেনা তারা হলে থাকতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।