ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ইবিতে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অ্যাওয়ারনেস বিল্ডিং স্ট্র্যাটেজি ফর সেলফ অ্যাসেসমেন্ট’ র্শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় ইবির ব্যবস্থাপনা বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে এ  কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগের সিনিয়র অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আক্তার হোসেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেলিনা রহমান, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. আলীনুর রহমান, অধ্যাপক ড. এ এস এম সরফরাজ নেওয়াজ, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরবীন্দ সাহা, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, ড. জাকির হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহাব্বত হোসেন, ড. ধনঞ্জয় কুমার,  জাহাঙ্গীর সাদাত, কে এম শরফুদ্দিন, এম এম নাসিমুজ্জামান, ফিন্যান্স বিভাগের সভাপতি আসাদুজ্জামানসহ ব্যবস্থাপনা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

কর্মশালায় বিভাগের সিলেবাস, গভর্নেন্স, মূল্যায়ন পদ্ধতি, রিসোর্স, লাইব্রেরিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।