ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সহকারী থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের প্রিলির ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
সহকারী থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের প্রিলির ফল প্রকাশ

ঢাকা: সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
প্রকাশিত ফলাফলে এক হাজার ২শ ৪১ জন উত্তীর্ণ হয়েছেন বলে সোমবার (০৩ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।  
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন ওই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক বছরের মাথায় গত ২৯ এপ্রিল ঢাকায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  
 
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য গত বছরের ২৯ জুন ১৪৪ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমআইএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।