ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাতটি সৃজনশীল লেখা বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
সাতটি সৃজনশীল লেখা বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সাতটি সৃজনশীল লেখার নতুন পদ্ধতি অবিলম্বে বাতিলের দাবিতে বগুড়ায় সচেতন ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

সৃজনশীল পদ্ধতিতে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত সাতটি সৃজনশীল প্রশ্নের প্রস্তাবনা বাতিল চেয়েছেন তারা।

অতি দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অথচ এ পদ্ধতি চালু করে বাড়তি চাপ তৈরি করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।

এতে শিক্ষা জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। তাই অবিলম্বে এ পদ্ধতি বাতিলের দাবি জানান তারা।

কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।