ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘ভর্তি ফরমের মূল্য শিক্ষকদের উপার্জনের মাধ্যম’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
‘ভর্তি ফরমের মূল্য শিক্ষকদের উপার্জনের মাধ্যম’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

 

সোমবার (১৭ অক্টোবর) আন্দোলনের বিষয়ে তিনি বলেছেন, ‘ভর্তি কার্যক্রম শিক্ষকদের উপার্জনের একটি মাধ্যম।

এসএমএস পদ্ধতিতে আবেদন শুরু হওয়ার পর আমাদের খরচ অনেক কমেছে। সুতরাং, আবেদন ফি ১০০০-১২০০ টাকা লাগার কথা নয়’।

তিনি বলেন, ‘পুরো ব্যাপারটি সাজানো হয়েছে শিক্ষকরা যেন কিছু টাকা উপার্জন করতে পারেন। এসব ঘটনার জন্য আমি নিজেই লজ্জিত’।

জাফর ইকবাল বলেন, ফি বাড়ানোর আসলে কোনো কারণ নেই। পুরো প্রক্রিয়াটা শিক্ষকদের অর্থ উপার্জনের ব্যবস্থা ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, ‘শুধু শাবিপ্রবিই নয়, বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসব ঘটছে। কাজেই এ আন্দোলনকে আমি যৌক্তিক মনে করি। আমি আন্দোলনে সহমর্মিতা পোষণ করি’।

রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া আন্দোলন সোমবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিন পার করেছে। সোমবারও ‘ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি বিরোধী মঞ্চে’র ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছে শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের দফতর সম্পাদক মোস্তাক আহমেদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে ভর্তি ফরমের মূল্য কমানোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬

এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।