ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
বাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ড্রাফট রিপোর্ট অব সেলফ অ্যাসেসমেন্ট অব বি.এসসি. এগ্রি. ইকোনো. (অনার্স) ডিগ্রি প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অনুষদীয় সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।


 
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. কুদ্দুছের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

এতে বিশেষ অতিথি ছিলেন- প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. শমসের আলী ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. এ কে এম জাকারিয়া প্রমুখ।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এস ডি চৌধুরী, প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মো. মোরশেদ আলম, প্রফেসর ড. মো. এমদাদ হোসেন, প্রফেসর ড. সুকুমার সাহা ও জি টি আই পরিচালক প্রফেসর ড. এম মোজাহার আলী প্রমুখ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- প্রফেসর পরেশ চন্দ্র মোদক ও ড্রাফট রিপোর্ট উপস্থাপন করেন- মো. প্রফেসর সাইদুর রহমান।

পরে কর্মশালায় ড্রাফট রিপোর্টের ওপর উন্মুক্ত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।