ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি ছাত্রলীগ নেতা রাজুকে পদ থেকে অব্যাহতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
শাবিপ্রবি ছাত্রলীগ নেতা রাজুকে পদ থেকে অব্যাহতি

(শাবিপ্রবি): দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশাররফ হোসেন রাজুকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

সোমবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজুকে অব্যাহতির বিষয়টি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

গত শনিবার (১৫ অক্টোবর) ছাত্রলীগের হামলায় শাবিপ্রবির মূল গেটের পাশে গোলাবী রেস্টুরেন্টের দুই কর্মচারী গুরুতর আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন রাজুসহ ৫/৬ জন হামলা চালান বলে অভিযোগ করেন রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া।

ইতোমধ্যে একাধিক হামলা ও শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় রাজুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।