ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জ বশেমুবিপ্রবিতে ভর্তি ‍আবেদনের সময় বৃদ্ধি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
গোপালগঞ্জ বশেমুবিপ্রবিতে ভর্তি ‍আবেদনের সময় বৃদ্ধি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, হঠাৎ বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ক্রটি দেখা দেয়। এতে অনেক শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেননি। ফলে শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।