ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ৩ ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জাবিতে ৩ ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে নিশ্চিত করেন।

শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইতিহাসের ৪০তম ব্যাচের শিক্ষার্থী মহিতোষ রায় টিটোকে দুই বছর, সহ-সম্পাদক মার্কেটিং বিভাগের ৪০তম ব্যাচের ইকরাম উদ্দিন অমি ও ছাত্রলীগ কর্মী পরিসংখ্যান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ইকরাম নাহিদকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সময়ে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

গত ৮ জুন (বুধবার) রাতে এক তরুণীকে অপহরণের হাত থেকে বাঁচাতে গেলে এই বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয় একটি অনলাইন নিউজ পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘন্টা, অক্টোবর ২১, ২০১৬
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।