ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সন্ধ্যা ৬টায়

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঢাবি ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সন্ধ্যা ৬টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম সেলু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইলে নিজেদের ফলাফল দেখতে পারবেন বলে তিনি জানান।

গত ২১ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসকেবি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।