ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থী নির্মিত টেলিছবির প্রদর্শনী ৩০ অক্টোবর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জাবি শিক্ষার্থী নির্মিত টেলিছবির প্রদর্শনী ৩০ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী  নির্মিত টেলিছবি  ‘মনে আছে তো ’র প্রদর্শনী জহির রায়হান মিলনায়তনে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) টেলিছবির পরিচালক রিসান আহমেদ জানান, প্রত্যেক মানুষের জীবনেই কিছু দুঃখ থাকে।

আমরা নাটকের মাধ্যমে কিছু ব্যক্তিগত দুঃখকে স্পর্শ করতে চেয়েছি। প্রত্যেক চরিত্র আমরা নিয়েছি চারপাশের জীবন থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা না একটা চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাবেন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিহাব শাওন, নাঈম আবির, অনিক দাস, রেফাত হাসান সৈকত, তানজিদা ইয়াসমিন, রাফিউল শাহীদা প্রাপ্তি, অধরা ত্রিপুরা মার্সি, নাজিফা আনজুম রিয়া প্রমুখ।

টেলিছবিটি আগামী ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।